About Us

 আমাদের বিস্তারিত - About US

বাংলা ডাবার্স এর খুঁটিনাটি-


আমাদের সকলের প্রিয় animie ডোরেমন। কিন্তু, দুঃখের বিষয় হলো, বাংলাদেশ সরকার ২০১৩ সালে এদেশ এ ডোরেমন ব্যান করে দেয়।
তাই, দেশের শিশুরা এখন বেড়ে উঠছে অসুস্থ বিনোদন দিয়ে। বেড়ে উঠছে খারাপ ও অশ্লীল শিক্ষা নিয়ে।
যেমন- অনেক কার্টুনে দেখায়- সামুচা খেলে যে কোনো অসম্ভব সম্ভব হয়ে যায়। অথচ, সেটা খেলে উলটো মানুষের পেট খারাপ হয়।
আবার, অনেক কার্টুনে দেখানো হয়- বড়দের সঙ্গে পাঞ্জা নেওয়া। আর, বড়দের বিরুদ্ধে লড়াইয়ে জেতার জন্য একটি 'আজব সাইকেল' ই যথেষ্ট।
যাক, সেদিকে কথা না বাড়াই।

ফেসবুকে বাংলাদেশের একটি বেশ বড় Animie ফ্যান বেইজ আছে।
তারা ডোরেমন সহ অন্যান্য animie খুব ভালোবাসে। তাই, আমাদের মাথায় ঘুড়ছিলো- কিভাবে তাদের কোনো কিছু উপহার দেওয়া যায়।

তখন ই আমাদের টীমের মাথায় এলো, আমরা চাইলেই বাংলায় ডোরেমন সহ অন্যান্য animie dubb করতে পারি।

তোহ, যেই বলা, সেই কাজ। লেগে পড়লাম আমাদের ডাবিং এর পিছনে।

ওয়েবসাইট টি তৈরি করেছে- Himel Das.

অ্যাপ ডেভেলপ করেছে- Himel Das


আমাদের ওয়েবসাইট এর Author-
১.লিমন দেব নাথ
২.ফুয়াদ আহমেদ সৌরভ
৩.হিমেল দাস