Stand by me Doraemon 2 ই হতে পারে ডোরেমনের সর্বশেষ মুভি

1 minute read

 সম্প্রতি, ইউটিউবে স্ট্যান্ড বাই মি ডোরেমন-২ এর অফিসিয়াল ট্রেইলার প্রকাশিত হয়েছে।  ভিডিওটি দেখতে, এখানে চাপুন

প্রথমে, মুভিটির অন্য কোনো নাম রাখার কথা ছিল। তবে, স্ট্যান্ড বাই মি এর সাথে মিল থাকায়- এই মুভিটির নাম বদলে ২০১৪ তে রিলিজ করা স্ট্যান্ড বাই মি এর ২য় সিকুয়েল হিসেবে এনাউন্স করা হয়।


যতদূর জানা গিয়েছে, এই মুভিটি ডোরেমনের সর্বশেষ মুভি হতে পারে। কারণ হিসেবে অধিকাংশ ডোরেমন ফ্যানরা বলছে, এই মুভিতে সিজুকা আর নোবিতার বিয়ে, নোবিতার দাদিমার জীবন অবসান, ডোরেমনের চিরদিনের মত চলে যাওয়া, সবকিছুই আছে।

অর্থাৎ, ডোরেমন সিরিজটিকে নিয়ে আমাদের যত প্রশ্ন, তার প্রায় সবগুলোর উত্তরই এই মুভিতে আছে।

তাই, এটিই হতে পারে ডোরেমনের শেষ মুভি।

সম্প্রতি, এই অনুমানকে নিয়ে সুপার ফিকশন্স একটি ভিডিও ও বানিয়েছে।  ভিডিওটি দেখতে, এখানে চাপুন।

Stand By Me Doraemon 2 এর কভার